গুরুদাসপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫

এস এম পারভেজ তালুকদার।।

০৮ মার্চ, ২০২৫ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে- বাংলাদেশের সব জায়গার ন্যায় গুরুদাসপুর উপজেলা প্রসাশন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় উদ্যোগে আজ (০৮ মার্চ) শনিবার বেলা ১১ টার সময় গুরুদাসপুর উপজেলা প্রশাসনিক ভবন চত্তরে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয়: “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন”। উক্ত র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। আরও উপস্থিত ছিলেন, গোলাম সারওয়ার হোসেন, অফিসার ইনচার্জ, মোছাঃ রেখা মনি, মহিলা বিষয়ক কর্মকর্তা, গুরুদাসপুর উপজেলা, প্রমুখ সহ উপজেলা কর্মকর্তা, মহিলা দপ্তরের কুটির শিল্পে কর্মরত মহিলা, নারী উদ্দোক্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় নারীদের অধিকার, সম্মান, বৈষম্য দূরিকরন এবং সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ও কর্মক্ষেত্রে নারীদের সমান সুযোগ দেওয়ার বিষয়ে নারী দিবসে নারী নেতৃত্বকারী নারীরা তাদের বক্তব্যে তুলে ধরেন। একইসাথে নারী নির্যাতন, যৌন হয়রানী, পারিবারিক সহিংসতা বন্ধের লক্ষে এমন নানান বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।