বেতাগী পৌর শহরের ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাই

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫

অসীম দেবনাথ।।

বরগুনার বেতাগীতে এক স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটে। বেতাগী পৌর বাজারের স্বর্ণপট্টি শত বছরে পুরানো ঐতিহ্যের বাজার। এ বাজারের মা গিনি হাউসের স্বত্ত্বাধিকার নিখিল কর্মকারের (৫৩) আড়াই ভরি পরিমানের স্বর্ণ ছিনতাই হয়েছে বলে নিখিল কর্মকার অভিযোগ করেন। যার বর্তমান বাজার মূল্য ৩ লাখ ৮৫ হাজার টাকা। বৃহস্পতিবার (৬ মার্চ) বরিশাল থেকে বেতাগীতে আসার পথে বেতাগী – নিয়ামতি সড়কে এমন ছিনতাইর ঘটনা ঘটে। ভুক্তভোগী নিখিল কর্মকার বলেন, আজ দুপুরে বরিশাল থেকে বেতাগী আসার পথে বেতাগী – নিয়ামতি সড়কের বাঁকা বিল্লাহর রাস্তার মোড়ে মাহিন্দ্রা থেকে ফোনে কথা বলা অবস্থায় নেমেছি, সাথে সাথে বিপরীতগামী একটি মোটরবাইকে দু’জন হেলমেট পরিহিত লোক প্রথমে আমার কথা বলা অবস্থায় ফোন টেনে নিয়ে যায়। পরে আমাকে কিল-ঘুষি দিয়ে আমার পকেটে থাকা আড়াইভরি স্বর্ণ নিয়ে যায়। আমি সাথে সাথে চিৎকারে লোক জড়ো হলে ছিনতাইকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। হেলমেট পরিহিত থাকায় আমি ছিনতাইকারীদের চিনতে পারি নাই। এ ব্যাপারে বেতাগী বাজারের জুয়েলারী ব্যবসায়ী সমিতির সভাপতি রিপন কর্মকার বলেন, আমরা দেশের এমন পরিস্থিতিতে অনিরাপদ মনে করছি। দেশে বিভিন্ন স্থানে ছিনতাই ঘটনা ঘটছে, আসছে ঈদে আমাদের ব্যবসায়ী কাজে ব্যস্ততায় সময় কাটছে এবং বিভিন্ন সময় ঢাকা, বরিশাল থেকে স্বর্ণ আনতে হয়। বর্তমানে ছিনতাইয়ের জন্য আমরা এই ব্যবসাকে ঝুঁকিপূর্ন মনে করি। উপজেলা প্রশাসনের কাছে আমাদের দাবী, আমাদের সকল ধরনের নিরাপত্তা কামনা করছি। এ সময় থানায় ছিনতাইয়ের ঘটনার সাধারণ ডাইরী করা হয়েছে কিনা জানতে চাওয়ায়, ভুক্তভোগী নিখিল কর্মকার বলেন, আমাদের জুয়েলারী ব্যবসায়ী সমিতি’র সভাপতি ও সাধারণ সম্পাদকে ঘটনা অবহিত করছি, তাদের মতামতানুসারে থানায় সাধারণ ডাইরী করা হবে। বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনারুজ্জামান মনির বলেন,’ এই ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’