বাউফল উপজেলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার বাজার উপহার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫

মোঃ রুবেল হোসেন বাউফল।।

পটুয়াখালীর বাউফলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় শতাধিক অসহায় দুস্থ পরিবারকে ইফতার বাজার উপহার দেয়া হয়েছে। রমযান মাস জুড়ে এক হাজার পরিবারের মাঝে হিসেবে ইফতার বাজার উপহার দেয়ার উদ্যোগ নিয়েছে ছাত্রদলের নেতা-কর্মীরা। শুক্রবার (০৭মার্চ) বিকেলে মদনপুরা ইউনিয়ন থেকে উপহার বিতরণ কার্যক্রম শুরু করেছেন উপজেলা ছাত্রদল। উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক নিয়াজ হোসেন খানের নেতৃত্বে অর্নব হাসান ইমন, ইসতিয়াক রসুল সোয়েবসহ ইউনিয়ন ছাত্রদলের নেতারা প্রথম দিনে শতাধিক দুস্থ পরিবারের বাড়িতে উপহারের ইফতার বাজার পৌঁছে দেন। বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক নিয়াজ হোয়াইস খান জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন আছেন। দেশনেত্রীর সুস্থতা কামনায় এবং তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনায় ছাত্রদলের পক্ষ থেকে এই ইফতার উপহার প্রদান কার্যক্রম শুরু হয়েছে। উপহার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।