নিকলীতে প্রথম আলো পত্রিকা পুড়িয়ে বিক্ষোভ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫

রাখী গোপাল দেবনাথ।।

প্রথম আলো পত্রিকায় বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি)‘র কেন্দ্রীয় কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মজিবুল হক ইকবাল কে নিয়ে গত ৫ মার্চ প্রকাশিত নিউজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে নিকলী উপজেলা বিএনপির একাংশ। বিক্ষোভ মিছিল শেষে প্রথম আলো পত্রিকা পোড়ান তারা। শনিবার (৮ মার্চ) নিকলী নতুন বাজার থেকে শুরু হয়ে নিকলীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নতুন বাজার বাস স্ট্যান্ডে ভাস্কর্যের এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।এ সময় তারা, দৈনিক প্রথমআলো পত্রিকা বয়কটের ডাক দেন। এ সময় কিশোরগঞ্জ জেলা বার কাউন্সিলের নব নির্বাচিত সিনিয়র সভাপতি ও এপিপি বীর মুক্তিযোদ্ধা এড. মানিক মিয়া বলেন প্রথম পত্রিকা পরিকল্পিতভাবে ইকবাল ভাইয়ের বিরুদ্ধে লিখেছে।আসন্ন নির্বাচনে যাতে ইকবাল ভাই নমিনেশন না পায়, তাই বিরোধী শক্তির পক্ষে প্রথমআলো লিখছে।আগামী ৩ দিনের মধ্যে যদি প্রথমআলো তাদের লিখিত অভিযোগ প্রত্যাহার না করে তাহলে নিকলীবাসী প্রথমআলো পত্রিকা পরিহার করবে। সমাবেশে বক্তরা বলেন,প্রথমআলো পত্রিকা ফ্যাসিটদের এজেন্ট হিসেবে কাজ করে।প্রথমআলোর ইকবাল ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট নিউজ কিভাবে লিখে আন্দোলনকারীরা জানতে চায়। বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন নিকলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আজহারুল ইসলাম সোহেল, নিকলী উপজেলা বিএনপির সদস্য কামরুল হাসান, নিকলী উপজেলা বিএনপির সদস্য শামীম আল মামুন,নিকলী সদর ইউনিয়নের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদ মিয়া,নিকলী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খাইরুল আহমেদ,নিকলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক হৃদয় হাসান, নিকলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রনি আহমেদ,নিকলী উপজেলা তাতীদলের আহবায়ক স্বাধীন আহমেদ প্রমুখ।