ভারতের জেলখানায় বাংলাদেশীর মৃত্যু সমবেদনা জানালেন শ্যামনগরের ইউএনও দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫ মোঃ আরিফুজ্জামান আরিফ।। ভারতের কোলকাতার জেলখানায় ১৮ মাস কারাবন্ধী অবস্থায় এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। মৃত্যু আশরাফ হোসেন (৪৮) কৈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে। তার পরিবার থেকে জানা যায়, ৬ মার্চ অসুস্থ অবস্থায় কোলকাতার দমদম জেলখানায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর পেয়ে শ্যামনগর উপজেলার মানবিক ইউএনও মোছাঃ রনী খাতুন তার বাড়ীতে যায় এবং স্ত্রী-পুত্র ও স্বজনদের সাথে দেখা করে সমবেদনা জানান। মৃত্যু আশরাফ হোসেনের স্ত্রী নাসিমা জানান, অভাব অনটনের সংসারে কাজের সন্ধানে বিগত ১৮ মাস পূর্বে তিনি অবৈধ পথে ভারতে যাওয়ার সময় আটক হন। অবৈধ অনুপ্রবেশের দায়ে তিন বছর কারাদন্ড হয়। কারাগারে চিকিৎসার অবহেলার দাবী তুলেছেন তার পরিবার। এখবর জানতে পেরে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা, প্রানী সম্পদ অফিসার ডাঃ সুব্রত কুমার সহ কয়েক কর্মকর্তাকে নিয়ে নিহতর বাড়ীতে যান সকল খোঁজ খবর নিয়ে খাদ্য সহ অন্যান্য সহায়তা দেন এবং সর্ব সময় পরিবারটিকে সহায়তার আশ্বাস দেন। ইউএনওর এ মহানুভতায় শ্যামনগরের বিভিন্ন শ্রেনীর মানুষ ধন্যবাদ জানিয়েছেন । SHARES সারা বাংলা বিষয়: