ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রমজানে স্বল্প আয়ের মানুষের জন্য সূলভ মূল্যে নিত্য প্রয়োজনীয়যোগ হলো গরুর মাংস বিক্রির কার্যক্রম দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫ রবিন ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)।। ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ সকাল ১০:৩০ ঘটিকা হতে সুলভ মূল্যে গরুর গোস্ত বিক্রয় করা হবে।ঈশ্বরগঞ্জে রমজানে স্বল্প আয়ের মানুষের জন্য আগামীকাল ১০/০৩/২০২৫ তারিখ ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে নবগঠিত উপজেলা বিএনপির সভাপতি জনাব লুৎফুল্লাহেল মাজেদ ও পৌরসভা বাজার নবনির্বাচিত ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব এ.কে.এম হারুন অর রশিদ সাহেবের পক্ষে তিনটি গরু জবাই করা হবে। সকাল ১০:৩০ ঘটিকা হতে বিতরন কার্যক্রম শুরু হবে। আপনাদের সকলকে আমন্ত্রন জানাচ্ছি। এছাড়াও অন্যন্য দ্রব্যসামগ্রী সুলভ মূল্যে পাওয়া যাবে। গরুর গোস্ত -৬৫০/-সর্বনিন্ম ২৫০ অথবা ৫০০ গ্রাম ১ কেজি অথবা ২ কেজি (২) সয়াবিন–১৬৫/- (খোলা) (৩)সয়াবিন-১৭০/- (বোতলজাত)(৪) চিনি ১১৫/-(৫)ডিম–৯০-১০০/-(প্রতি ডজন) (৬) ডিম(বড় সাইজ)—- ১০৫-১১০/-(প্রতি ডজন)(৭) ছোলা- ৯৫-৯৮/-৮) খেজুর–১৫০/- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ। ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ বলেন, রমজানে সাধারণ মানুষের গোস্তের চাহিদা পুরন করতে এ কার্যক্রম চালু করা হয়েছে। আশাকরি এতে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং কোনো ধরনের সিন্ডিকেট বাজারকে অস্থিতিশীল করতে পারবে না। SHARES সারা বাংলা বিষয়: