শ্যামনগরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫ মোঃ আরিফুজ্জামান আরিফ।। দ্রুত সময়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবী এবং পুরুষকে অদম্য নারীর পুরষ্কার দিয়ে নারী অবমাননার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ ( বুধবার) শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সামনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন এর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- দ্বীনি সংগঠন শ্যামনগর শাখার সভাপতি উপাধ্যক্ষ মুহাদ্দিস খায়রুল বাসার,ইসলামী আন্দোলন বাংলাদেশ- শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হোসেন, সাবেক সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলন সভাপতি আবুজার উদ্দিন, আইম্মা পরিষদের সেক্রেটারী আব্দুল কাদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্যামনগর ছাত্র প্রতিনিধি মাছুম বিল্লাহ , ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর পৌর সভার সভাপতি হাফেজ মাওলানা মনিরুল ইমলাম প্রমূখ। দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মিসবাহ উদ্দীনের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, নারীদের মর্যাদা সমুন্নত রাখতে হবে, ধর্ষকদের দ্রুত ভাবে ইসলামি রীতিনীতিতে বা আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে। SHARES সারা বাংলা বিষয়: