শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নামফলক নির্মাণের প্রস্তাব কেন্দুয়া প্রেসক্লাব সভাপতির দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫ কোহিনূর আলম।। নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ২৫ মার্চ গণহত্যা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভায় শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নামফলক নির্মাণের প্রস্তাব উত্থাপন করেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান । বুধবার (১২ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক আলোচনা সভায় এ প্রস্তাব পেশ করেন তিনি । উপজেলা প্রশাসনের কাছে কেন্দুয়ায় ১৯৭১ সালে মহান স্বাধীনতা / মুক্তিযুদ্ধে শহিদদের নামফলক নির্মাণের আহ্বান ও অনুরোধ জানিয়ে মোঃ সেকুল ইসলাম খান বলেন, দেশমাতৃকার টানে বুকের তাজা রক্ত অকাতরে ঢেলে দিয়েছিলেন আমাদের সূর্যসন্তানেরা । তাঁদের সেই বীরত্ব গাঁথা ইতিহাস নতুন প্রজন্মের নৈতিকতা ও দেশপ্রেমের পাথেয় হবে নিশ্চিত । তাই ঐ সব অমর বীর সেনানীদের স্মরণে একটি নামফলক নির্মাণের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে আরো শাণিত ও উজ্জীবিত করা তোলা প্রয়োজন । এ ক্ষেত্রে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে । উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইউনূস রহমান রনি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও মোঃ নাঈম হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মজনু , উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ সাদিকুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, উপজেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ হারুনুর রশিদ ফারুকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মুখলেছুর রহমান বাঙালী প্রমুখ । SHARES সারা বাংলা বিষয়: