হাতিয়া ছাত্র-যুব পরিষদ চট্টগ্রামের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

মামুন রাফী।।

শুক্রবার ১৫ মার্চ বিকেল ৩ টায় চট্টগ্রাম নগরীর ষোলশহর স্টেশনস্থ এলজিইডি ভবনে সংগঠনটির সভাপতি আকতার হোসেন এর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী’র সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্ততা হিসেবে উপস্থিত ছিলেন- হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন,বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব, হাতিয়ার কৃতি সন্তান শরিফুল ইসলাম তুহিন। নবগঠিত রাজনৈতিক দল এনসিপির সি.যুগ্ম মূখ্য সমন্বয়ক হাতিয়ার কৃতি সন্তান আব্দুল হান্নান মাসউদ, প্রকৌশলী ফজলুল আজিম এর পিএস আবুল হায়াত আফসার, বিএনপির চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির সদস্য আশরাফ হোসেন, সংগঠনটির উপদেষ্টা এড. আকতার হোসেন, এড. মাহাবুবুল ইসলাম, ম্যাপসুজ লিঃ এর জিএম আতাউর রহমান ফরহাদ, বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রহমান, সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, শিক্ষক এনায়েত হোসেন, মনির শাওন, ব্যবসায়ী কামরুল হাসান চৌধুরী, সাইফুল্লাহ মুনির, মোঃ ইউসুফ,তানভীর শরীফ, ব্যবসায়ী নিজাম উদ্দিন প্রমুখ।