নীলফামারীর কিশোরগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে গনঅধিকার পরিষদের ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

মোঃ আলমগীর হোসেইন।।

নীলফামারী কিশোরগঞ্জের ৭ নং রণচন্ডী ইউনিয়নে উত্তর বাফলা গ্রামে গনঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠন সমূহের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় ১৪মার্চ ২০২৫ শুক্রবার ইউনিয়ন সহ-সভাপতি মোঃ পেয়ারুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়। সংগঠক সফিকুল ও জাহেদুলের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক লিমন হোসেন ও সহ সভাপতি বাফিল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক জনাব মোরশেদ হোসেন, অর্থ সম্পাদক মোঃ আলমগীর হোসেইন, কার্যকরী সদস্য মোঃ শরিফুল ইসলাম, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং নিতাই ইউনিয়ন পরিষদের গণধিকার পরিষদের সভাপতি জনাব মোঃ রিপন ইসলাম, উক্ত সময়ে ইফতার বিতরণ করা হয় উত্তর বাফলায় অবস্থিত ফারউদ্দিন হক যেতি নূরানী হাফিজি মাদ্রাসা ও এতিমখানায়, ইফতার বিতরণ শেষে মোনাজাত করেন হাফেজ মাওলানা আইনুল ইসলাম আজাদী, উক্ত সভায় বক্তারা বলেন বর্তমান সময়ে সমাজে নারী নির্যাতন ও শিশু ধর্ষণ প্রতিরোধে প্রত্যেককে জায়গা থেকেই এগিয়ে আসতে হবে সমগ্র মানবজাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।