নিকলী সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫ রাখী গোপাল দেবনাথ।। সোমবার (১৭ মার্চ)কিশোরগঞ্জের নিকলী উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় নিকলী সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানের প্রধান অথিতির ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও নিকলী উপজেলা বিএনপির সভাপতি এড. বদরুল মোমেন মিঠু। নিকলী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অল কাইয়ুমের সভাপতিত্বে ও নিকলী সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মামুন মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নিকলী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আতিকুল ইসলাম হেলিম তালুুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজ্জামেল হক আবির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, নিকলী সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মোহন,দিদারুল আলম,নিকলী উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শেখ রাসেল,নিকলী উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান স্বাধীন,সাবেক কোরিয়া প্রবাসী সাইফুল ইসলাম,নিকলী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুমন মিয়াসহ প্রমুখ। তিনি প্রধান অথিতির বক্ততায় এড. বদরুল মোমেন মিঠু বলেন বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। জনগন ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখতে চায়, নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জনগনের কাছে জবাবদিহি করবে।অন্তর্বর্তীকালীন সরকার কে উদ্দেশ্য করে তিনি আরো বলেন নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেন। সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনের বাংলাদেশ কোন পথে যাবে বা কীভাবে চলবে। এর জন্য মানুষ জীবন দিয়েছে, খুন, গুম হয়েছে, আয়না ঘরে রয়েছে। SHARES রাজনীতি বিষয়: