নিকলী সদর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫ রাখী গোপাল দেবনাথ।। সোমবার (১৭ মার্চ)কিশোরগঞ্জের নিকলী নতুন বাজার বাসষ্ট্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় নিকলী সদর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও নিকলী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামীম আল মামুন। নিকলী সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরীফ মিয়ার সভাপতিত্বে ও নিকলী সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক আল নাহিয়ান শান্তর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নিকলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও নিকলী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রনি আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শওকত কবির নাদিম,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আশিক মাহমুদ আষার, মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক সাকিবুল হাসান সাকিব, অক্ষয়সহ প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তরা বলেন গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি একের পর এক দেশে ধর্ষণের ঘটনা ঘটছে। মাগুরার আট বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে, যে জীবনের অর্থই বোঝে না। এটি দীর্ঘদিন ধরে চলে আসছে, কারণ এই দেশে বিচারহীনতা বিদ্যমান। আমরা প্রশাসনকে বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তরা আরও বলেন, “২০০৬ ও ২০০৯ সালের আইন অনুযায়ী দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ সেল গঠন করার কথা। কিন্তু এখনো এমন কোনো সেল আমরা দেখতে পাই না। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন সহ অপরাধীদের তাড়াতাড়ি গ্রেফতারে কথা বলেন। SHARES সারা বাংলা বিষয়: