ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ ব্যবসায়ীকে জরিমানা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫ সৌভিক পোদ্দার।। ঝিনাইদহে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে ভেজাল ব্যবহারের কারণে ২টি ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবারদুপুরে বারবাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম এ আদালত পরিচালনা করেন। এ সময় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ২ জন ব্যবসায়ীকে ৪ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়। এ সময়ে পাট অধিদফতরের পরিদর্শক ফারুক হোসেন অভিযানে সহায়তা করেন। সহকারী কমিশনার বলেন, পবিত্র রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের নিয়মিত সরবরাহ ও স্বাস্থ্যসম্মত ভাবে ইফতার বিক্রয় নিশ্চিতকরণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ অভিযান পুরো রমজান জুড়ে অব্যাহত থাকবে। SHARES সারা বাংলা বিষয়: