শরীয়তপুরে দুই মাদক ব্যবসায়ী আটক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫

আতিকুর রহমান।।

শরীয়তপুর জেলা সখিপুর থানা সখিপুর বাজার চৌরাস্তা থেকে ৩০০ পিছ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সখিপুর থানা পুলিশ ১। জসীম পাইক ওরফে কালা (৪৮), পিতা মৃত সামাদ পাইক, ২। রুমান পাইক (২৬), পিতা, সেকান্তর পাইক, সাং কলারগাও উভয় নড়িয়া থানার বাসিন্দা। চেয়ারম্যান ঘাট থেকে সখিপুর বাজার দিয়ে যাওয়ার পথে তাদের কে সন্দেহ জনক গতিবিধি লক্ষ করে সখিপুর থানা পুলিশ। তাদের গতি রোদ করে জিজ্ঞাসা করলে তারা সঠিক উত্তর দিতে না পারায় তাদের তল্লাশি করা হয়, এবং তল্লাশি করে ৩০০ (তিন শত) ইয়াবা টেবলেট পাওয়া যায়। ৩০০ ( তিন শত) ইয়াবা টেবলেট এবং একটি মটর সাইকেল সহ তাদের কে আটক করে সখিপুর থানা পুলিশ। ৩০০ ( তিন শত) ইয়াবা টেবলেট এবং মটর সাইকেল সহ তাদের সখিপুর থানায় আনা হয়। ৩০০ পিছ ইয়াবা টেবলেট এর বাজার মুল্য ৯০,০০০ (নব্বই হাজার) টাকা । সখিপুর থানা অফিসার ইনচার্জ ৩০০ পিছ ইয়াবা টেবলেট জব্দ তালিকা সহ একটি মামলা করেন। মামলা নং (১৮) ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনীর ১০(ক) মামলা রুজু করেন। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক বলেন, মহে রমজানের পবিত্রতা রক্ষা করতে আমরা মাদক বিরোধী অভিজান চালাই এবং দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হই । তদন্ত করে যানতে পাই তারা ঐ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং আগেও তাদের মাদক মামলা রয়েছে । তারা যুব সমাজ কে ধংশ করার সর্বনাশা ইয়াবা টেবলেট বিক্রি করে আসছে। তারা সমাজের খারাপ লোক এবং বিভিন্ন খারাপ কাজের সাথে জরিত আছে। তাই তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দিয়ে চালান দেই। সখিপুর থানা কে মাদকমুক্ত করতে সাংবাদিক এবং জনগণের সহযোগিতা কমনা করি। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।