হাইকোর্টের ৩০ % কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে চট্টগ্রাম পলিটেকনিকেল শিক্ষার্থীরা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫

বাবলু নন্দী।।

চট্টগ্রাম ২ নম্বর গেইট রাস্তা ২ ঘন্টা  বন্ধ  করে রাখে    বাংলাদেশ  কারিগরি শিক্ষা বোর্ড পলিটেকনিকেল ছাত্র-ছাত্রীরা   মানববন্ধন ও বিক্ষোভ করে। পলিটেকনিকেল ছাত্র-ছাত্রীদের দাবি হচ্ছে, ডিপ্লোমা পোস্টগুলো ১০০%  ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে দেওয়া হয়।এখন হাইকোর্ট থেকে যে ৩০% কোটা দিচ্ছে,এটা বাতিলের দাবি  জানাচ্ছে সকল পলিটেকনিকেলে ছাত্র-ছাত্রী বৃন্দ। উনাদের দাবি হচ্ছে আমাদের পোস্ট আমরাই চাহিদা পাব, বাকি নন টেকনিকেলের অবৈধভাবে যে নিয়োগ নিচ্ছিলো, এটা বাতিলের দাবি জানাচ্ছি। রাস্তা ব্লক করার কারণে বিভিন্ন যানজট সৃষ্টি হয় নগরীর দুই নম্বর গেইট জায়গায়, ঘটনাস্থলের পুলিশও সেনাবাহিনী  ওদের সাথে কথা বলে, যানজট মুক্ত করে। ওদের দাবিগুলো পূরণের জন্য উপরোক্ত কর্মকর্তাদের সাথে কথা বলবে বলে, মন্তব্য করেন  ও ছাত্র-ছাত্রীদেরকে আশ্বস্ত করেন।