শিবগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ঘর জোরপূর্বক দখলের অভিযোগ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫

মিজানুর রহমান।।

গুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় আশ্রয়ন প্রকল্পের ঘর জোরপূর্বক প্রভাবশালীদের ছত্রছায়ায় দখল করে বসবাস করার অভিযোগ উঠেছে। জানা যায়, উপজেলার মোকামতলা ইউপির গণেশপুর আশ্রয়ন প্রকল্পে ঘর পায় গৃহহীন তৈয়ব আলী। গত ২৪/৫/২০২৩ইং তারিখে( রেজিঃ কৃতঃ) তার নামে কাগজ -পত্র, দলিল ও পল্লী বিদ্যুতের মিটার থাকলেও বসবাস করছেন ওই এলাকার তোফাজ্জল হোসেন ও তার পরিবার। এই অপকর্মের সহযোগিতা করেছেন সাবেক ইউপি সদস্য মনোয়ারা বেগম। এতেই বিপাকে পরেছে ঘরের প্রকৃত মালিক। প্রকল্পের আওতায় উপকারভোগীদের তালিকা প্রণয়ন করা হলেও তা সঠিকভাবে মানা হয়নি। প্রকৃত সুবিধাভোগী ঘর না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছেন। কিছু অসাধু ব্যক্তির ভয় ভীতির কারণে ঘরে বাস করতে পাচ্ছে না ভুক্তভোগী পরিবার। বসবাসকারী তোফাজ্জল হোসেনের ও তার স্ত্রী ডেইজি বেগম বলেন তাদের নামে কোন কাগজ পত্র নাই। তৎকালীন সময়ে দায়িত্বে থাকা ইউএনও উম্মে কুলসুম সম্পা ও মোকামতলা ইউনিয়নের চেয়ারম্যান আহসান হাবিব সবুজ তাদের ঘর দিয়েছেন। অভিযোগকারী তৈয়ব আলী বলেন, ঘর পাওয়ার জন্য স্থানীয় চেয়ারম্যান কাছে গিয়ে জানালে সে বলে নাস্তা পানির জন্য ১০ হাজার টাকা লাগবে। মোকামতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহিমা আক্তার বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভুমিকে জানিয়েছি, প্রকৃত ঘরের মালিককে বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, তদন্ত করে দ্রুত ঘরের প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হবে।