চট্টগ্রাম জামায়াতে ইসলামী ইফতার মাহফিলের আয়োজন করেছে দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৫ মোঃ মামুন মোল্লা।। আজ শুক্তবার চট্টগ্রাম আলী শাহ মসজিদ সংলগ্ন কাটাখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব খতিব হযরত আলী শাহ রহমাতুল্লাহ জামে মসজিদ লেকচার সাউদান ইউনিভার্সিটি। ইপিজেড থানা আমীর মোকাররম হোসেন মোঃ মোকারক । এতে উপস্থিত ছিলেন বিশেষ মেহমান আব্দুর রহিম বিশ্বাস সূরা ও কর্ম পরিষদ সদস্য ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামী। অ্যাডভোকেট শাহেদ আলী চট্টগ্রাম জজ কোট, উলামা পরিষদের ইউনিট সভাপতি ও দারুস সুন্নাহ নেসারিয়া আবু বক্কর মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ জাহিদুল ইসলাম আকমোল আলী পশ্চিম সভাপতি মো ঃআল আমিন হোসেন, সেক্রেটারি মোহাম্মদ মুরাদ হোসেন,বি এম সেক্রেটারি মোজাম্মেল হক গাজার উদ্দেশ্যে গাজা ও ফিলিস্তি নি মানুষেরা কত কষ্ট ভোগ করছে আমরা এখানে শান্তিতে তিন বেলা খেতে পারি কিন্তূ গাজা বাসি বিভীষিকা ময় জীবন যাপন করছে আমাদের কোন অনুভূতি নেই এটা ইসলাম না। ইসলাম হল শান্তির ধর্ম এক ভাই খাবে আরেক ভাই খাবেনা তা হবে না তা হবে না রমাদানে বদর এসে কুরআন এসেছে, মুখে যা বলবে তা অন্তরে মেনে নেওয়ার নামই ইসলাম, সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব খতিব হযরত আলী শাহ রহমাতুল্লাহ জামে মসজিদ লেকচারাল সাউদান ইউনিভার্সিটি, তিনি বলেন,বাংলাদেশ জামাত ইসলাম আল্লাহ ও রাসুলের কথা বলে এবং দেশের টেন্ডারবাজি কালোবাজারি এর পক্ষে নেই ন্যায়বিচার দুর্নীতি ঘোষ এক ভাই খাবে আর এক ভাই খাবে না তা হবে না তা হবে না তাকওয়ার বিষয়ে আলোচনা করেন তাকওয়ার “প্রমাণ” হল আল্লাহর “ভয় পাওয়ার অভিজ্ঞতা”, যা “একজন ব্যক্তিকে অন্যায় কাজ থেকে সতর্ক থাকতে অনুপ্রাণিত করে” এবং আল্লাহকে খুশি করে এমন কাজ করতে আগ্রহী করে। আক্ষরিক অর্থে “রক্ষা করা”। সাধারণভাবে, নিজেকে “আল্লাহর ক্রোধ থেকে” রক্ষা করার জন্য “আল্লাহ যা নিষেধ করেছেন তাতে লিপ্ত না হওয়া”। SHARES সারা বাংলা বিষয়: