সিরাজগঞ্জের এনায়েতপুর জমি সংক্রান্ত বিরোধে দলিত সম্প্রদায়ের বাড়িতে আ’গুন ও প্রতিমা ভাং’চুর দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৫ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপীনাথপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দলিত সম্প্রদায়ের লোকজনের বাড়িতে আগুন ও মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সাথে সাথে আগুন নিভিয়ে ফেলায় এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। এজন্য তারা প্রতিপক্ষকে দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। শুক্রবার ভোর রাতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, গত ৪০/৪৫ বছর আগে যমুনার তীরে গোপীনাথপুরে ১২ শতক জায়গায় মনিলাল সিং তার পরিবার নিয়ে বসবাস করত। তখন জায়গার মালিক শান্তি বাবু রামের কাছে জমির টাকা দিলেও রেজিস্ট্রি করার আগেই মারা যান। এরপর দক্ষিণ পাশের প্রতিবেশী নুর ইসলাম কৌশলে তার সন্তানদেরই কাছ থেকে জমিটি লিখে নেন। পরে আদালতের মাধ্যমে গত শনিবার উচ্ছেদের জন্য বসতির ৬টি পরিবারের ঘর ভেঙ্গে দেয়া হয়। এরপর থেকে হতদরিদ্র দিনমজুর পরিবার গুলোর ২০/২২ জন মানুষ সেখানেই খোলা আকাশের নিচে মানবেতর দিন যাপন করছিল। এরই মধ্যে শুক্রবার ভোর রাতে (২১ মার্চ, ২০২৫) নুর ইসলাম, ছেলে হাসান আলী, স্ত্রী মনো খাতুন ও বাড়ির অন্যান্য সদস্যরা মিলে উচ্ছেদ করা বাড়ির দক্ষিণ পাশে আগুন দেন ও উত্তর পাশের ছোট্ট লক্ষ্মী সরস্বতী মন্দিরের ভিতরে প্রবেশ করে লক্ষ্মী প্রতিমা ফেলে দেয় বলে অভিযোগ করেন বাড়ির দেবেশ শিং, স্ত্রী জোস্না রানী সিং, কৃষ্ণ সিং, সাধন্তি সিং, হৃদয় সিং। তখন তাদের আত্মচিৎকারে হুমকি দিয়ে তারা চলে গেলে সকলে মিলে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। অভিযোগকারীরা আরো বলেন, দ্রুত বাড়ি থেকে সরে না গেলে সবাইকে মেরে ফেলবে বলে নুর ইসলাম ও তার ছেলে হাসান আলী হুমকি দিচ্ছেন। এখন আমরা খুবই নিরুপায় হয়ে বসবাস করছি। আমাদের সবাই পাশে দাঁড়ান। এদিকে প্রতিবেশী, নুরুল ইসলাম ও আকছেদ আলী জানান, নুর ইসলাম ও তার পরিবারের সদস্যরা কৌশল করে ৪০ বছর ধরে বসবাস করা নিরীহ দরিদ্র দলিত সম্প্রদায়ের মানুষ গুলোর জায়গা হাতিয়ে নিয়ে অত্যাচার করছে। আজকে বাড়িতে আগুন ও মন্দিরের প্রতিমা ভেঙ্গে দিয়েছে বলে শুনেছি। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদিকে নুর ইসলামের ছেলে হাসান আলী জানান, আমাদের কেনা জায়গায় তারা দখল করে রয়েছে। আমরা মন্দিরে হামলা চালাইনি। তারাই এগুলো করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি তদন্ত মোঃ রাজু কামাল জানান, বিষয়টি জেনে পুলিশ সকালে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমি সংক্রান্ত বিরোধের জেট ধরেই এই ঘটনা ঘটতে পারে। ভুক্তভোগীদের অভিযোগ দিতে বলা হয়েছে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: