শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৫ মুহাম্মদ বরকত মোল্লা।। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে শরীয়তপুরের জাজিরায় উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জাজিরা উপজেলা পরিষদ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) জাজিরার শাখার আয়োজনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর সভাপত্বিতে ও মোঃ আলমগীর হোসেনের তত্ত্বাবধানে উক্ত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট তাহমিনা খান আওরঙ্গ, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ ঝন্টু, শরীয়তপুর জেলা বিএনপির সাবেক কোষাধক্ষ্য মুজিবুর মাদবর, সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর, সহ-সভাপতি মোফাজ্জল ফকির, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম তালুকদার, যুবদলের কেন্দ্রীয় নেতা আব্দুল জব্বার খান প্রমুখ। এসময় বক্তারা বলেন, গত ১৫ বছরেরও বেশি সময় আওয়ামী এদেশের রাজত্ব করে গেছে। শুধু তাই নয় বিভিন্নভাবে মামলা-হামলা দিয়ে হয়রানি করেছিলো, তারা আজ দেশকে অস্থিতি অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদেরকে কোন সুযোগ দেওয়া যাবে না। সেজন্য সবাইকে একত্র হয়ে দেশের উন্নয়নে বিএনপিকে আগামী নির্বাচনে জয়যুক্ত করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মনিরুজ্জামান খান দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, যুবদল কেন্দ্রীয় নেতা রোকনুজ্জামান তালুকদার, সাবেক ছাত্রনেতা, মাইনুল ইসলাম,জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জাকির, উপস্থিত ছিলেন। জাজিরা উপজেলা সর্বস্তরের নেতৃবৃন্দ সভাপতিত্ব করেন সভাপতি মোঃ দবির বেপারি সাধারণ সম্পাদক জাজিরা উপজেলা যুবদল ও জাজিরা উপজেলা ছাত্রদলে সাবেক সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা । SHARES সারা বাংলা বিষয়: