আওয়ামী লীগের বিচার নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম প্রেসক্লাব জামালখান দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫ বাবলু নন্দী।। জুলাইয়ে ছাত্রছাত্রীদের উপর গণহত্যা ও বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টি প্রধানউপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে আওয়ামী লীগের দুসোরদের দ্রুত বিচারের আততায় এনে শাস্তি দেওয়া হোক এবং এদেরকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক।এরা বিভিন্ন স্লোগানও দেয়। এই আওয়ামী লীগের লোকজন পার্শ্ববর্তী দেশ ভারতে লুকিয়ে আছে বলে মন্তব্য করেন। এদেরকে দ্রুত ওই দেশ থেকে আনার ব্যবস্থা করতে হবে, এনে দ্রুত বিচার কার্যক্রম শেষ করতে হবে। এদেরকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক বলে দাবি জানিয়েছে। প্রতিদিন ডেভিল্ড হান্ড ধারাবাহিকতা রাখতে হবে আওয়ামী লীগের লোকদের ধরার জন্য।জাতীয় নাগরিক পার্টি এ মিছিলটি নিয়ে চট্টগ্রামপ্রেস ক্লাব থেকে শুরু করেথেকে চট্টগ্রাম কলেজ ও প্যারেড কর্নার পর্যন্ত যায়। এর মধ্যে বিভিন্ন যানজট সৃষ্টি হয়। পরবর্তীতে কঠোর থেকে কঠোর কর্মসূচি দেবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। SHARES সারা বাংলা বিষয়: