ফিলিস্তিনের উপর ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫ শেখ ফরিদ আহমেদ।। আজ ২১ মার্চ শুক্রবার জুম্মার নামাজ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ শাখা আহুত ফিলিস্তিনের নারী শিশু ও আপামর নিরিহ জনগনের উপরে ইসরাইলের বর্বরোচিত ও নৃশংস হামলার প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও সমাবেশে সর্বস্তরের বিক্ষুব্ধ মুসলিম জনসাধারণ অংশগ্রহণ করে। সমাবেশে বক্তারা সোচ্চার কন্ঠে ইসরাইলের আজরাইল নেতানিয়াহু ও তার সরকার নিরিহ ফিলিস্তিনের নারী শিশু ও জনগণের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা করেন এবং ইসরাইলের উৎপাদিত ও সম্পৃক্ত পন্য বয়কটের অনুরোধ করেন এবং যাদের বিক্রয় কেন্দ্রে ইসরাইল সম্পৃক্ত কোনো পন্য পাওয়া যাবে সে সমস্ত বিক্রয় কেন্দ্রে সবাইকে কেনাকাটা না করতে অনুরোধ করেন ও যার যার অবস্থান দোয়া ও সোচ্চার থাকতে বলা হয় । বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াতে অনুরোধ করেন। জাতিসংঘের কাছে এ বর্বরোচিত হামলার প্রতিবাদে সমুচিত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। প্রতিবাদ বিক্ষোভ মিছিল সমাবেশ শুরু হয় দুপুর ২ টায় গোপালগঞ্জ মডেল মসজিদ লঞ্চঘাট থেকে অতঃপর শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ হয় । এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মুফতি মোহাম্মদ হাফিজুর রহমান ইমাম ও খতিব গোপালগঞ্জ কোর্ট মসজিদ মাদ্রাসা। SHARES সারা বাংলা বিষয়: