পাঁচবিবিতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

মোঃ আবু সুফিয়ান মুক্তা।।

আজ ২৩ মার্চ/২০২৫ইং ২২ রমজান (রবিবার) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাঁচবিবি পশ্চিম সাংগঠনিক থানা শাখার উদ্যোগে পাঁচবিবি ডিগ্রী কলেজের হল রুমে বাছাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা বৈঠক,মেধাবী ছাত্রদের মাঝে পবিত্র কুরআন বিতরন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাঁচবিবি পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি মোঃ আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ লাবিব শাহারিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ। প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ জুয়েল হোসেনে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর আবুল বাশার,পাঁচবিবি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম,ছাত্রশিবিরের পূর্ব সাংগঠনিক থানা শাখার সভাপতি হাফেজ মোঃ রুহুল আমীন,ছাত্রশিবিরের সাবেক থানা সভাপতি মোঃ শফিকুল ইসলাম। সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।