নবাবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আদিবাসী যুবকের মৃত্যু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫

মাহফুজুর রহমান।।

দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার দাড়কামারী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক আদিবাসী যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার আনুমানিক রাত ৮ টার দিকে কুশদহ ইউনিয়নের দাড়কামারী নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দূর্ঘটনা ঘটে।নিহত যুবকের নাম শুভ মুর্মু (২৮) সে উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের পাহাড়পুর আদিবাসী পাড়ার শিমন মুর্মুর ছেলে। নিহতের পরিবার জানায়, মোটরসাইকেলে ঘুরতে বের হয় শুভ মোটরসাইকেলটি দাড়কামারী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে আহত হয়।আশঙ্কাজনক অবস্থায় তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। আফতাবগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন,উপজেলার কুশদহ ইউনিয়নের দাড়কামারী এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।