গরিব পথচারী ও এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করেন ভালো কাজের হোটেল চকবাজার চট্টগ্রাম কলেজ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫

বাবলু নন্দী।।

ভালো কাজের হোটেল দুটি শাখার পরিচালনা করেন  চট্টগ্রাম সিনিয়র ভাই মোঃ মোরশেদ, একটি শাখা চকবাজার অপরটি  কাজির দেউরি  শাখা। এ দুটি শাখায় ৭০০ প্যাকেটের বেশি  ইফতারি প্যাকেট,শরবত  বিতরণ করা হয়। এই পবিত্র রোজার মাসে ৩০ দিন ব্যাপী, গরিব ও এতিম  শিশুদের জন্য দিনশেষে এদের মুখে একটা প্যাকেট তুলে দিতে পারাটাকে  নিজেদেরকে ধন্য মনে করে । এদের ভোলান্টিয়ার হচ্ছে ২২ থেকে ২৫ জন। এরা প্রতিদিন ভোলান্টিয়াররা দৈনিক দশ টাকা করে নিজেরা মাসিক ৩০০ টাকা করে চাঁদা দিয়ে থাকে, সাথে আরো কিছু শুভাকাঙ্ক্ষীরা সহযোগিতা করে।  চকবাজার শাখায় ভোলান্টিয়ারের নাম ১.মোহাম্মদ নাজমুল ২.মোহাম্মদ ইফরাত ৩.মোহাম্মদ সায়েম ৪.মোহাম্মদ অভি ৫.মোহাম্মদ সায়েম এরা সহ আরো অনেকেই সহযোগিতায় থাকে. এদের একটি মূল মন্ত্র হচ্ছে। এখানে খেতে টাকা লাগবে না কোন একটি ভালো কাজ করলেই হবে।