মনপুরায় জাতীয়তাদী তরুন দলের তিনটি ইউনিয়ন কমিটি গঠন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫ মহিব্বুল্যাহ ইলিয়াছ।। রবিবার (০৬) বিকাল ৩ টায় বাংলাদেশ জাতীয়বাদী তরুন দলের মনপুরা উপজেলার তিনটি ইউনিয়নের পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। মনপুরার একটি মিলনায়তনে তিনটি ইউনিয়নের কমিটির অনুমোদন দেওয়া হয়। ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন তরুন দলের মাকসুদুর রহমান খানকে সভাপতি,মো.মাসুদ হাওলাদারকে সাধারণত সম্পাদক ও মোহাম্মদ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়। ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন তরুন দলের হাসনাইন রুবেলকে সভাপতি, হাবিবুল হাসান রাব্বিকে সাধারণত সম্পাদক ও মো. হাছানকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়। এবং ৫নং কলাতলী ইউনিয়ন আতিউর রহমান ছানাউদ্দিনকে সভাপতি,আব্দুল হক শিমুলকে সাধারণত সম্পাদক ও মো. রাশেদকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী তরুন দলের মনপুরা উপজেলার সভাপতি আবদুর রহমান, সাধারণত সম্পাদক মো.ওসমান গণি পাটওয়ারী,সাংগঠনিক সম্পাদক মো.নুরনবী, এ সময় নবগঠিত তরুণ দলের কমিটির সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মনপুরা উপজেলা তরুণ দলের সভাপতি আবদুর রহমান, তিনি বলেন আগামী দিনের তরুণরা এদেশের নেতৃত্ব দিবে তাই তরুণদের মাঝে তরুণ দলের দাওয়াত পৌঁছে দেওয়ার আহবান জানান। সাধারণত সম্পাদক মো.ওসমান গণি পাটওয়ারী বলেন স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে তরুণরাই বেশি নির্যাতিত হয়েছে আগামী দিনে তরুণ দলের কর্মতৎপরতাকে বৃদ্ধির জন্য সকলেকে অনুরোধ করেন। আরও উপস্থিত ছিলেন তরুন দলের সিনিয়র সহ-সভাপতি,সাইফুল ইসলাম আল-আমিন,সহ-সম্পাদক আব্বাস উদ্দিন জয়, সহ-সম্পাদক মো.শাহিন আলম সহ প্রমুখ। SHARES রাজনীতি বিষয়: