চট্টগ্রামে বিভিন্ন সমুদ্র সৈকতের অবস্থা, হয়রানি শিকার অনেক পর্যটক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫ পর্যটকদের অভিযোগ, অনেক ক্যামেরাম্যান ১০টি ছবি তোলার কথা বলে একই পোজ ও একই ছবি ১০-২০ কপি করে প্রায় ১০০-২০০ কপি করে ছবি ধারণ করে। পরে প্রতিটির জন্য ৫ টাকা করে আদায় করে। এছাড়াও, অযথা ছবি তুলে তা নিতে বাধ্য করা হয়, রাজি না হলে পর্যটকদের সাথে দুর্ব্যবহার করা হয়। এমনকি ছবি নিয়ে ব্ল্যা’ক’মেইল করার অভিযোগও রয়েছে। এছাড়া কক্সবাজারে ঘুরতে আসা এক মহিলা পর্যটক অভিযোগ করেন যে, ২০-৩০ টি ছবি তোলার নামে ৬০০ ছবি তুলে ক্যামেরাম্যান দ্বারা হ’য়’রা’নির শি’কার হয়েছেন বলে উল্লেখ করেন। গত কয়েকদিনে পর্যটকদের কাছ থেকে এমন একাধিক অভিযোগের ভিত্তিতে ট্যুরিস্ট পুলিশ কঠোর অবস্থানে যায়। প্রাথমিকভাবে ১৭ জন ক্যামেরাম্যানের ক্যামেরা জ’ব্দ করা হয়েছে এবং তাদের পরিচয়পত্র (কার্ড) বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল ঘটে যাওয়া ঘটনা। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: