বানারীপাড়ায় শয়তানের নি:শ্বাসের মুল হোতা খোকন নামের এক ছিনতাইকারী গ্রেফতার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫ মো: সাইদুল ইসলাম।। বরিশালের বানারীপাড়ায় ছিনতাইকারী(শয়তানের নিঃশ্বাস) চক্রের মুল হোতা খোকন সিকদার(৪০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। খোকন নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার চনপাড়া এলাকার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত্যূ আ: গনি সিকদারের ছেলে।এ ঘটনায় বানারীপাড়া থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেছেন হনুফা বেগম নামের এক ভুক্তভোগী। জানা গেছে, ১২ এপ্রিল রবিবার সকাল ১১ টায় গত ১৪ জানুয়ারী বানারীপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডে ছিনতাইয়ের শিকার হওয়া উপজেলার বাকপুর গ্রামের নান্না শেখের স্ত্রী হনুফা বেগম(৪০)ছিনতাইকারী মোঃ খোকন সিকদারকে উত্তরপাড় ব্রিজের উপর দাড়িয়ে থাকতে দেখে তার স্বজন ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আটকে রেখে থানা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারী খোকনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।মামলা সুত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারি সকাল ১১ টায় তিনি বন্দর বাজারের সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকে বিদ্যুত বিল পরিশোধ করে বাড়ি ফেরার পথে উত্তরপাড় ব্রিজে পৌছালে তিন ব্যক্তি তাকে চাচি বলে সম্বোধন করে কথা বলার এক পর্যায়ে তাদের মধ্য থেকে এক ব্যক্তি একটি রুমাল বের করে তার নাকে ধরার পর তিনি বুদ্দ্বি অচেতন হয়ে তাদের আয়ত্তে চলে যান এবং তাকে পৌরসভার ২ নং ওয়ার্ডের আলো কমিশনারের বাড়ির সামনে নিয়ে যায়। সেখানে তার কাছ থেকে ছিনতাইকারীরা তার কানে থাকা ৬ আনা ওজনের স্বর্নের কানের দুল,৪ আনা ওজনের স্বর্নের আংটি,একটি রুপার চেইন,টেকনো কোম্পানির একটি স্মার্ট ফোন এবং সাথে নগদ ২০০০ টাকাসহ মোট ১৩০০০০ ( এক লক্ষ ত্রিশ হাজার) টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়।আটক হওয়া ছিনতাইকারী খোকন সিদকদার পুলিশের কাছে ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।খোকন ও আরো দুই ছিনতাইকারি মিলে এ ঘটনা ঘটিয়েছে মর্মে স্বীকার করেছে। এ ব্যাপারে ভূক্তভোগী হনুফা বেগম বাদী হয়ে বানারীপাড়া থানায় তিনজনকে আসামি করে একটি ছিনতাই মামলা দায়ের করেছেন।আসামীরা হলো নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের চনপাড়া এলাকার গনি সিকদারের ছেলে খোকন সিকদার (৪০),একই এলাকার নান্দু খার ছেলে রাজন(২৫), এবং আঃ গাফফারের ছেলে লাল(২৩)। SHARES জেলা/উপজেলা বিষয়: