সাঘাটায় মুদি দোকান গোডাউন দেখিয়ে ডিলার নিয়োগের অভিযোগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫ ইমন মিয়া।। সাঘাটায় মুক্তিনগর ইউনিয়নে জিয়াউর রহমান (মনোহারী) মুদি দোকান গোডাউন দেখিয়ে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের অভিযোগ উঠেছে। অভিযোগ পত্রে জানা যায়, সাঘাটা উপজেলার খাদ্য বান্ধব কর্মসূচির কর্মকর্তারা সরজমিনে গোডাউন ঘর দেখে। গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে লটারিতে ২২ জন ডিলার নিয়োগ চূড়ান্ত করেছেন। এদিকে মুক্তিনগর ইউনিয়নে ডিলার নিয়োগের জন্য সহিদুল ইসলাম চুন্নু, বাদল, ওলিউর ও জিয়াউর আবেদন করে। শহিদুল ইসলাম চুন্নু ও বাদল এর বাংলা বাজারে বড় চাল রাখা গোডাউন রয়েছে। কিন্তু লটারিতে ওঠে জিয়াউর রহমানের নাম, তা প্রাথমিক ভাবে চূড়ান্ত করে। তার বাংলা বাজার থেকে এক কিলোমিটার উত্তরে রাস্তা সংলগ্ন একটি মনোয়ারী মুদি দোকান যার আয়তন দৈর্ঘ্য ১০ ফিট প্রস্তু ৭ ফিট, ওই ঘর গোডাউন দেখায় জিয়াউর রহমান। এ বিষয়ে সহিদুল ইসলাম চুন্নু সাঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবরে গত ১৭ এপ্রিল একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সহিদুল ইসলাম চুন্নু ও বাদল বলেন, সরজমিনে আবার তদন্ত করে যেন এই ডিলার নিয়োগ দেওয়া হয়। SHARES জেলা/উপজেলা বিষয়: