শ্রীনগরে ঐতিহাসিক ৭ই মার্চঃ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সাংসদ মহিউদ্দিনের দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৪ শরিফুল খান প্লাবন,শ্রীনগর।ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মুন্সিগঞ্জের-১ আসনের সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন। বৃহস্পতিবার ৭ মার্চ সকাল ১০টার সময় শ্রীনগর উপজেলা চত্বরে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও প্রশাসনের সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোসারেফ হোসাইন,উপজেলা আঃলীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন,সহকারি কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ,সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মামুন। আরও ছিলেন, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর, পল্লী বিদ্যু ডিজিএম মদন গোপাল সাহা,উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম,মুন্সীগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু। উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, যুবলীগের সদস্য সোহেল রাজ সহ উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পর বাঙালি স্বাধীনতা অর্জনের জন্য মহান মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। মুক্তিযুদ্ধকালে বজ্রকণ্ঠের এই ভাষণ রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রাণিত করে। পাকিস্তানি হানাদার বাহিনীকে নয় মাসের সশস্ত্র যুদ্ধে পরাজিত করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বমানচিত্রে স্থান করে নেয় স্বাধীন বাংলাদেশ। SHARES সারা বাংলা বিষয়: