দাওয়াতি পক্ষ উপলক্ষে জয়পুরহাট শহর জামায়াতে ইসলামীর ব্যাপক গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫

মোঃ আবু সুফিয়ান মুক্তার।।

দাওয়াতি পক্ষ উপলক্ষে (শুক্রবার) জয়পুরহাট শহর জামায়াতে ইসলামী এক ব্যাপক গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছে। জয়পুরহাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ গণসংযোগ কার্যক্রম চালানো হয়। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ। আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,জেলা সহকারী সেক্রেটারি মোঃ হাসিবুল আলম লিটন, জয়পুরহাট শহর জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেন, নায়েবে আমীর মাওলানা সাইদুর রহমান,সেক্রেটারী মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ডাঃ ফজলুর রহমান সাঈদ বলেন,আমরা চাই সমাজে শান্তি, ন্যায় ও নৈতিকতার চর্চা হোক। এ লক্ষ্যে আমাদের দাওয়াতি কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, বর্তমান সমাজে যে অবক্ষয় চলছে, তার মূল কারণ হচ্ছে মানুষ ইসলামের সঠিক দিকনির্দেশনা থেকে দূরে সরে গেছে। আমাদের দায়িত্ব হলো মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা এবং কল্যাণময় সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসা। গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে পুস্তিকা,লিফলেট এবং দাওয়াতি সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য, দাওয়াতি পক্ষ উপলক্ষে জয়পুরহাট জেলার বিভিন্ন শহর ও ইউনিয়নে এ ধরনের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।