বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি নাসিরনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন গ্রেফতার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম।।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলা প্রানিসম্পদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফখরুল ইসলাম ইমন উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের বাসিন্দা। নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খাইরুল আলম জানান, ফখরুল ইসলাম ইমন বিকেলে উপজেলা সদরের পশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে চা পান করছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় পুলিশকে দেখে দৌঁড় দেন ফখরুল। পরে একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি জানান, ফখরুল ইসলাম ইমন বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।