ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাজিতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫ বাজিতপুর প্রতিনিধি।। গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজ শুক্রবার জুম্মার নামাজের পর, বাজিতপুর উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মানবতার পক্ষে ও ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে এই কর্মসূচি পালন করে দলটি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এবং বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির। এছাড়া বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় বিক্ষোভে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা গাজায় ইসরায়েলি হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে আখ্যায়িত করেন, এবং আন্তর্জাতিক সাম্প্রদায়ের প্রতি অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন “গাজায় নারী-শিশু ও নিরীহ মানুষের উপর যে বর্বরতা চলছে,তা বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করছে। তিনি আরো বলেন, আমরা ফিলিস্তিনের পাশে আছি এবং সবসময় থাকব।” বিক্ষোভ শেষে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। SHARES সারা বাংলা বিষয়: