ধামইরহাটে ওলামা সমাবেশ ও মতবিনিময়-সভা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫

ছাইদুল ইসলাম।।

নওগাঁর ধামইরহাটে ওলামা বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী,ধামইরহাট উপজেলা শাখার আয়োজনে ওলামা সমাবেশ ও মতবিনিময়-সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় ধামইরহাট মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ধামইরহাট উপজেলা শাখার ওলামা বিভাগের নায়েবে আমির ও সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ওলামা সমাবেশ ও মতবিনিময়-সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাংগঠনিক সেক্রেটারি এবং রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের আঞ্চলিক টিম সদস্য মো. নজরুল ইসলাম, মজলিসের শুরা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির ইঞ্জিনিয়ার মো. এনামুল হক, কর্ম পরিষদ সদস্য ও নওগাঁ জেলা শাখার ওলামা বিভাগের সভাপতি এ.কে.এম. ফজলুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামইরহাট উপজেলা শাখার আমির কামরুজ্জামান জুয়েল।