চান্দিনায় স্বাস্থ্য বিভাগের উপ-সচিবের কমিউনিটি ক্লিনিক পরিদর্শন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫

খোকা চৌধুরী।।

২৩এপ্রিল বুধবার দুপুর ১:৩০ মিনিটে, স্বাস্থ্যসেবা বিভাগের সিসিএইচএসটি-এর উপ-সচিব, জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কোরেরপাড় কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে জাইকা বাংলাদেশের কমিউনিটি স্বাস্থ্য কনসালটেন্ট এসএম রেজাউল ইসলাম জাইকা বাংলাদেশ-এর জনাব নাওয়ুকি ইয়ামাদা; এবং চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ মোঃ আরিফুর রহমান উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে, উপ-সচিব ক্লিনিকের তহবিল সংগ্রহ, রক্ষণাবেক্ষণ এবং সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে কমিউনিটি গ্রুপ (সিজি) সদস্যদের সাথে আলাপ করেন। তিনি ক্লিনিকের ব্যাংক একাউন্টের বিবরণও পর্যালোচনা করেন। অধিকন্তু, তিনি অসংক্রামক রোগের (এনসিডি) চিকিৎসার উপর বিশেষ মনোযোগ দিয়ে প্রদত্ত পরিষেবার মান মূল্যায়ন ও একটি কাউন্সেলিং সেশন পর্যবেক্ষণ করেন এবং ক্লিনিকের রেজিস্টার এবং ডকুমেন্টেশন যাচাই করেন। তিনি সংশ্লিষ্ট কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) জহিরুল ইসলামের এর সাথেও মতবিনিময় করেন, ডায়াবেটিস উচ্চ রক্তচাপ পরিমাপের প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং উচ্চ রক্তচাপের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে পরামর্শ প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, ডাঃ সুবোল চন্দ্র দেবনাথ (রোগ নিয়ন্ত্রক) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চান্দিনা, জাইকা স্বাস্থ্য-২ প্রকল্পের জেলা কর্মকর্তা জনাব মোঃ আনিছুর রহমান, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ও কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রুপ (সিজি) কমিটির সভাপতি জনাব মোঃ জয়নাল আবেদীন, সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য ও অন্যান্য সদস্যবৃন্দ, জনাব ইউনূছ মিয়া, এইচআই (ইনচার্জ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চান্দিনা, জনাব মোঃ গোলাম মোস্তফা জাইকা স্বাস্থ্য-২ প্রকল্পের উপজেলা কর্মকর্তা, স্বাস্থ্য কমপ্লেক্স, উপস্থিত ছিলেন। এছাড়া এইচআই, এ এইচআই, এইচএ, এফডাব্লিউএ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।