কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র ও এক নেতা গ্রেফতার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫ কোহিনূর আলম।। নেত্রকোণার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দুয়া পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপুলকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । জানা যায়, মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় নেত্রকোণা পৌর শহরের মদন বাস স্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয় তাদের । গত ৫ আগস্ট কেন্দুয়ায় সংঘটিত বিশৃঙ্খলার অভিযোগে মামলাটি দায়ের করেন নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের অরঙ্গবাদ গ্রামের মৃত রমজান আলীর ছেলে আব্দুল আজিজ । জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিস (পশ্চিম) নাম্বারে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয় নি । এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জেলা ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে বলে মুঠোফোনে নিশ্চিত করেন । SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: