ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫

ছাইদুল ইসলাম।।

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল দশটার সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে সভাটি করা হয়। আলোচনা সভায়, মাদক নিয়ন্ত্রণে উপজেলার তালিকাভুক্ত মাদক বিক্রেতাদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনা, স্কুল কলেজ ও পারিবারিকভাবে যুবকদের মধ্যে মাদকের কুফলতা বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও বাল্যবিবাহ, নারী নির্যাতন, ভূমি দখল রোধসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ. ফরহাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বনবিট অফিসার আনিসুর রহমান, উপজেলা মৎস অফিসার আইয়ুব আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার খোন্দকার মাক্বামাম মাহমুদা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিজিবি ও ধামইরহাট থানা অফিসার ইনচার্জ প্রতিনিধি প্রমুখ।