সিংড়ায় নকল বোর্ড বই তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান,কারখানা সিলগালা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫

সাধীন আলম হোসেন।।

নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নস্থ নলবাতা এলাকায় নকল বোর্ড বই তৈরির কারখানায় এনএসআই এর তথ্যের ভিত্তিতে একটি অবৈধ প্রেস হতে বিপুল পরিমাণ জেনারেল ও মাদ্রাসা বোর্ডের বই উদ্ধার করে যৌথ বাহিনী। বুধবার (২৩শে এপ্রিল-২০২৫)দুপুর ২টা ২০ মিনিটের দিকে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে বই জব্দ করা সহ কারখানাটি সিলগালা করা হয়। সূত্রে জানা যায়,সিংড়া উপজেলার গুপ্তিপাড়া এলাকার মৃত আঃ জলিল এর ছেলে হালিম (৩৫) এর মালিকানাধীন একটি অবৈধ প্রেস হতে বিপুল পরিমাণ জেনারেল ও মাদ্রাসা বোর্ডের বই উদ্ধার করে।উদ্ধারকৃত নকল জেনারেল ও মাদ্রাসা বোর্ডের বই গুলো সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর ব্যবস্থাপনায় সংরক্ষণ প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযান পরবর্তীতে উক্ত নকল বই তৈরীর কারখানাটি সিলগালা পূর্বক উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংবাদ কর্মীদের জানিয়েছেন যৌথ বাহিনী।