নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অবৈধ মাদক সহ পৌর কাউন্সিলর ও হোটেল মালিক আটক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, মে ১, ২০২৫
আরিফ মোহাম্মদ মাসুম।।
নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে মদসহ নড়াইল পৌরসভার সদ্য সাবেক কাউন্সিলর আরব আলী ও পুরাতন বাস টার্মিনালের সোনারগাঁও হোটেলের মালিক মফিজুর রহমান মফিজ আটক।
৩০ এপ্রিল বুধবার রাত আনুমানিক ১০টার সময় নড়াইল যশোর সড়কের বৌ-বাজার এলাকায় পুলিশ -সেনা যৌথবাহীনির এক ঝটিকা অভিযান চলাকালে যশোর থেকে আগত একটি প্রাইভেটকার তল্লাশী চালিয়ে ১বোতল দেশী মদ উদ্ধার করা হয়। প্রাইভেটকারটির যাত্রী ও মাদক পরিবহনের সাথে জড়িত ড্রাইভার সহ নড়াইল পৌরসভার সদ্য সাবেক কাউন্সিল আরব আলী ও শহরের স্বনামধন্য সোনারগাঁও হোটেলের মালিক মফিজুর রহমান মফিজকে আটক করে থানা হেফাজতে প্রেরণ করা হয়।
এসময়ে যৌথবাহীনি আরো বেশ কিছু গাড়ীতেও তল্লাশী চালায়।