স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাবের অফিস উদ্বোধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, মে ৩, ২০২৫ মোঃফোরকান আলী।। নেছারাবাদের স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাবের অফিস উদ্বোধন হয় ০২ মে ২০২৫ ইং রোজ (শুক্রবার) সন্ধ্যা ৭টায় স্বরূপকাঠির ঐতিহ্যবাহী ইন্দেরহাট বন্দরে বড় ব্রীজ সংলগ্ন দ্বিতীয় তলায় স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাবের অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা, প্রফেসর ফজলুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বরুপকাঠী অনলাইন প্রেসক্লাবের সম্মানিত সভাপতি এম ইসলাম জাহিদ, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন নেছারাবাদ থানার এসআই প্রকাশ, সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেক, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, গোলাম রব্বানী ও ডা: আমিন মোল্লা। অনুষ্ঠানে স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় বক্তারা স্বচ্ছ সাংবাদিকতা, তথ্যের নির্ভুলতা এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। উদ্বোধনী এই আয়োজনের মাধ্যমে প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সবাই। SHARES সারা বাংলা বিষয়: