কাছিকাটা উপ শাখা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, মে ৪, ২০২৫
এস এম পারভেজ তালুকদার।।
আজ ১/৫/ ২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার   বিকেল ৪ টার সময়  গুরুদাসপুর উপজেলার ৪ নং মশিন্দা ইউনিয়নে   ট্রাক  ট্যংকলরী  লরি ও কাভার ভ্যান উপ শাখা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । উক্ত র‍্যালি ও দোয়া মাহাফিলে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম রফিক, সাবেক সভাপতি, মশিন্দা ইউনিয়ন বি এন পি, মোঃ হাবিবুর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক, মশিন্দা ইউনিয়ন বি এন পি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  মোঃ রাশিদুল ইসলাম, সভাপতি কাছিকাটা শ্রমিক ইউনিয়ন,  এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ  মাহাতাব ড্রাইভার, সাধারণ সম্পাদক  কাছিকাটা শ্রমিক ইউনিয়ন,  মোঃ মোস্তাফিজুর রহমান রান্টু, সাবেক সহ সভাপতি, গুরুদাসপুর উপজেলা বি এন পি,  ,  মোঃ আলাউদ্দিন সরকার,   সাবেক সহ সভাপতি মশিন্দা ইউনিয়ন বি এন পি, মোঃ কামাল মোল্লা, সহ সভাপতি, কাছি কাটা শ্রমিক ইউনিয়ন, মোঃ হান্নান ড্রাইভার, সহ সাধারণসম্পাদক, কাছি কাটা শ্রমিক ইউনিয়ন, জিয়ারুল মোল্লা, কোষাধাক্ষ , কাছি কাটা শ্রমিক ইউনিয়ন, মোঃ মিলন সরকার, দপ্তর সম্পাদক , কাছিকাটা শ্রমিক ইউনিয়ন,  এছাড়াও অত্র শ্রমিক ইউনিয়নের ট্রাক ট্যংকলরী ও কাভার ভ্যানের  সকল শ্রমিক সদস্য এই র‍্যালিতে অংশ গ্রহনকরে  র‍্যালিটি কাছিকাটা বিশ্বরোড  মোড় প্রদক্ষিণ  করে শ্রমিক অফিসে এসে শেষ হয়  এবং  র‍্যালি শেষে সকল শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় ।