বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে শেরপুর প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, মে ৪, ২০২৫
মোঃ মুরাদ মিয়া।।
‘সাহসী নতুন বিশ্ব রিপোর্টিং স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব’বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে আজ শনিবার রাত ৯ টায় শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শেরপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরি সভাপতি রফিক মজিদ, প্রিয় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হানিফ
আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, দায়বদ্ধতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক জোবায়ের রহমান,মাওলানা নজরুল ইসলাম,প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক রিপন হাসান ,তথ্যধারা পত্রিকার বিশেষ প্রতিনিধি সুলতান আহমেদ ময়না , সাংবাদিক তরিকুল ইসলাম ,মুরাদ মিয়া ,শান্ত রায় ,মুরাদ হাসান চাঁনসহ প্রমূখ ৷
বক্তারা বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে। স্বাধীন, দায়িত্বশীল এবং নৈতিক সাংবাদিকতা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট মহলের আরও উদ্যোগ প্রয়োজন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম হীরা,চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী,জোবাইদুল ইসলাম , আমিনুল ইসলাম,রাকিবুল ইসলাম রতন,সিফাতসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ৷
আলোচনা শেষে স্বাধীন সাংবাদিকতার প্রয়োজনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।