ডোমার-ডিমলার সাবেক সংসদ সদস্য তুহিনের পক্ষ থেকে এক প্রতিবন্ধী ব্যক্তিকে মানবিক সহায়তা প্রদান দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, মে ৪, ২০২৫ মোঃ ফরিদুজ্জামান।। নীলফামারী-১ (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর পক্ষ থেকে এক বৃদ্ধ প্রতিবন্ধী ব্যক্তি ও তার পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়। শনিবার (০৩ মে) বিকাল ৫ টার সময় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) সংসদীয় আসনের ডিমলা উপজেলা’র ০৩ নং ডিমলা সদর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের ক্যাশিয়ার টারী এলাকার আব্দুল হাই নামক এক বৃদ্ধ প্রতিবন্ধী ও তার পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেন নীলফামারী জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও ডোমার- ডিমলা’র সাবেক সংসদ সদস্য ইন্জিনিয়ার ইসলাম চৌধুরী তুহিন। তাঁর পক্ষ থেকে ডিমলা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি টিম ওই বৃদ্ধ প্রতিবন্ধী’র বাড়িতে গিয়ে মানবিক সহায়তা হিসেবে একটি হুইল চেয়ার, লুঙ্গি, পাঞ্জাবি, শাড়ি ও তার পরিবারের জন্য প্রয়োজনীয় পন্য সামগ্রি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ডিমলা সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম ডিআর ,সদর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহাগ খান লোহানী,উপজেলা কৃষক দল নেতা বাবু প্রধান,ডিমলা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আশিকুর রহমান আকিক,উপজেলা ছাত্রদল নেতা সেলিম ইসলাম সাগর সহ আরও অনেকে। এসময় ডিমলা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান বলেন, আব্দুল হাই ভাইয়ের জন্য প্রতি বছর ঈদে তুহিন ভাইয়ের পক্ষ থেকে লুঙ্গি, শাড়ি ও সেমাই চিনি আমি নিজে এসে পৌঁছে দেই এবং তার একটা হুইল চেয়ার খুব প্রয়োজন একথা তুহিন ভাইকে জানালে তাৎক্ষণিক তিনি আমাদের আবদুল হাই ভাইয়ের জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন।পরিশেষে তিনি তুহিন ভাইয়ের জন্য উপস্থিত সকলের কাছে দোয়া ও তাঁর জন্য আগামী সংসদ নির্বাচনে ধানের শীর্ষ মার্কায় ভোট চান। SHARES সারা বাংলা বিষয়: