নিকলীতে পোস্টার-ব্যানারের জঞ্জাল, বদল শুধু নাম-ছবি

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, মে ৫, ২০২৫

রাখী গোপাল দেবনাথ..

কিশোরগঞ্জের নিকলীতে পোষ্টার ব্যানারের জঞ্জাল সৃষ্টি হয়েছে। নিকলীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে শোভা পাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ছবি সংযুক্ত ব্যানার, পোষ্টার ছবি ও বাঁশের তোরণ ।  কাল বৈশাখী ঝড়ের বাতাসে গাছের পাতার সঙ্গে দুলছে ব্যানার। ঝুঁকি নিয়ে কোথাও ঝুলছে ফেস্টুনের কাঠ, তা-ও আবার কোথাও বিদ্যুৎ’র খুটি বা  সোলার বাতি ঘেঁষে। হাঁটার পথে বিপজ্জনকভাবে বেরিয়ে আছে লোহার মাথা।তাছাড়াও নিকলীর  মূল সড়ক খুঁড়ে বসানো হয়েছে বাঁশের তোরণ। এরই মাঝে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
পথে চলাচলকারীরা বলছেন, বাঁশের তোরণের কারণে পেছনে বা সামনে গাড়ি থাকলে ভালোভাবে দেখতে অসুবিধা হয়। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। আবার কেউ বলছেন,কাল বৈশাখী জড়ে হঠাৎ ব্যানার ওড়ে এসে গাড়িতে পড়ে। গাড়িতে না পড়ে মাথায় পড়লে তা হবে  বিপদজনক!
বিভিন্ন দিবস ও ঈদ   অনেক আগেই শেষ কিন্তু এখনো শেষ হয়নি  খুশি ও শুভেচ্ছা বিলানো।

পথচারীরা বলছেন, ঈদ চলে গেছে প্রায় দুমাস হয়েছে। সংশ্লিষ্টদের দায়িত্ব ছিল ঈদের পরই এসব অপসারণ করার। কিন্তু এসব নিয়ে যেন তাদের কোনো মাথাব্যথা নেই।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহবায়ক খাইরুল মোমেন স্বপন বলেন , ভালো কাজ করলে তা এমনিতেই তা  ছড়িয়ে পড়ে। ব্যানার বা ফেস্টুন সাঁটানোর প্রয়োজন পড়ে না। বিশেষ করে নাগরিকের সমস্যা সৃষ্টি করে প্রচার অনর্থক।

নিকলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির  বলেন, ‘যেকোনো ধরনের প্রচারণা বা বিজ্ঞাপন প্রচার করতে গেলে ইউনিয়ন পরিষদের  অনুমতি নিয়ে লাগাতে হবে। যারা এগুলো লাগান, তাদের আমরা অনুরোধ করি, এগুলো যেন যথাসময়ে সরিয়ে নেয়া হয়।’

কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা বিএনপির সভাপতি এড. বদরুল মোমেন মিঠু বলেন,এ বিষয়ে গত ৮ সেপ্টেম্বর ২০২৪ বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব  রহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠি প্রকাশিত হয়েছে।  ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে রঙ-বেরং’র পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।তিনি আরো বলেন এটি অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী। দলের অতি উৎসাহী কতিপয় নেতৃবৃন্দ নিজেদের ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করছেন এবং ফেস্টুন ও ব্যানার ঝুলিয়ে রাখছেন। এহেন পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য ইতিমধ্যে নির্দেশ প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রেহেনা মজুমদার মুক্তি বলেন , অনুমতি ছাড়া ব্যানার-পোস্টার টাঙানো অপরাধ। তাই যারা এগুলো বসিয়েছেন তাদের অবিলম্বে তা সরানোর নির্দেশনা প্রদান করবেন। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করবেন।