সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে যমুনা মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান বিপুল চায়না রিং জাল ধ্বংস, ৫ জনকে অর্থদণ্ড

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মে ৬, ২০২৫

এইচ এম হক চৌহালী।।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর অংশে ৬ মে ২০২৫ মঙ্গলবার রাত ১১.০০ টা থেকে রাত ৩.০০ টা পর্যন্ত অবৈধভাবে ইলেকট্রিক শক, কারেন্ট জাল, চায়না রিং জাল এবং ঘন মশারী জাল দিয়ে মাছ ধরার বিরুদ্ধে উপজেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানে নৌ-পুলিশ টাঙ্গাইল, আনসার বাহিনী এবং সংশ্লিষ্ট অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অভিযানে বিপুল পরিমাণ চায়না রিং জাল আটক করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজন জেলেকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব তানভির ও তার টিম, নৌ-পুলিশ, টাঙ্গাইল এবং পিসি আনসার ও তার দলের সর্বাত্মক সহযোগিতায় এ সফল অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে। মৎস্য সম্পদ সংরক্ষণে সংশ্লিষ্ট সকল বিভাগের আন্তরিক প্রচেষ্টার জন্য চৌহালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।