ছাত্র সাংবাদিকের উপর হামলা: ঢাকা আলিয়ায় উত্তপ্ত পরিস্থিতি, বিপ্লবী ছাত্র পরিষদের নিন্দা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫
ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের একদল সদস্যের হামলায় গুরুতর আহত হয়েছেন দুই শিক্ষার্থী। আহতদের একজন, সিয়াম, যিনি ঢাকা আলিয়া সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং ঘটনার সময় ভিডিও ধারণ করছিলেন।
ক্যাম্পাসের আবাসিক হলে প্রবেশকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ছাত্রলীগের সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বাকবিতণ্ডার একপর্যায়ে ছাত্রলীগের সদস্যরা অতর্কিতে হামলা চালায়। এতে সিয়াম ও আব্দুল্লাহ নামের দুই শিক্ষার্থী গুরুতর আহত হন।
সিয়াম শুধুমাত্র সাংবাদিক হিসেবে নিজের দায়িত্ব পালন করছিলেন। কিন্তু সেটিকেই ‘অপরাধ’ মনে করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। বিষয়টি নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ, ঢাকা আলিয়া শাখা।
সংগঠনের আহ্বায়ক মো: রাকিব মন্ডল ও সদস্য সচিব মো: জিনাত হোসাইন এক যৌথ বিবৃতিতে বলেন, “ছাত্রলীগ আবারও প্রমাণ করেছে, তারা কেবল সন্ত্রাসের মাধ্যমে টিকে থাকতে চায়। এটি কেবল একজন ছাত্র সাংবাদিকের উপর নয়, বরং স্বাধীন মতপ্রকাশ ও মুক্তচিন্তার উপর সরাসরি আঘাত।”
তারা আরো বলেন, “আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে আর কেউ মতপ্রকাশের স্বাধীনতার জন্য এভাবে নির্যাতিত না হয়।”
বিপ্লবী ছাত্র পরিষদের সিনিয়র সহকারী সদস্য সচিব শরিফ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদের বিস্তারিত জানানো হয়।
উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের দমনমূলক ও সহিংস তৎপরতা নতুন কিছু নয়। সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের নিরব ভূমিকার কারণে বারবার হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে প্রশাসনের জোরালো ভূমিকা এখন সময়ের দা