কলমাকান্দায় অবৈধ বালু বহন: সাত গাড়ি জব্দ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫ নাজমুলহুদা।। বৃহস্পতিবার (১৫ মে) ভোরে উপজেলার ডাইয়ারকান্দা এলাকায় স্থানীয় কিছু সচেতন ব্যক্তি এসব বালুবোঝাই গাড়ি আটকে দেন। পরে চালকসহ গাড়িগুলো উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই একটি প্রভাবশালী মহল অবৈধভাবে মহাদেও নদী থেকে বালু উত্তোলন করে কলমাকান্দা ছাড়াও জেলার বাইরে সরবরাহ করে আসছিল। এতে একদিকে পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি স্থানীয় নদীভাঙন পরিস্থিতিও আশঙ্কাজনক হয়ে উঠেছে। স্থানীয়দের এমন সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, বালুবোঝাই গাড়িগুলো জব্দ করে আইনগত প্রক্রিয়ায় নেওয়া হয়েছে। যারা পরিবেশ ও আইনের তোয়াক্কা না করে এমন কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” প্রসঙ্গত, পরিবেশ আইন অনুযায়ী নদী থেকে বালু উত্তোলনের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স থাকা বাধ্যতামূলক। কিন্তু এসব নিয়ম অমান্য করেই অনেকেই দীর্ঘদিন ধরে বালু ব্যবসা চালিয়ে আসছে। স্থানীয় সচেতন মহল বলছেন, প্রশাসনের তদারকি জোরদার করা হলে এ ধরনের অপরাধ কমে আসবে এবং নদী ও পরিবেশ রক্ষা পাবে। SHARES সারা বাংলা বিষয়: