জয়পুরহাটের কালাইয়ে পুনট ইউনিয়নে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫ মোঃ আবু সুফিয়ান মুক্তার।।জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দেওগ্রাম তিনমাথা মোড়ে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে, শুক্রবার রাতে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াতের সভাপতি খান জাহান আলী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ। তিনি তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনের প্রয়োজনীয়তা এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জামায়াতের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।বৈঠকে আরও বক্তব্য রাখেন কালাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুনছুর রহমান,পুনট ইউনিয়ন জামায়াতের আমীর আজিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা জনগণের মাঝে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান এবং আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।বক্তব্য শেষে দোয়ার মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়। এতে স্থানীয় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন, যারা মনোযোগ সহকারে নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং আগ্রহভরে বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করেন। SHARES সারা বাংলা বিষয়: