ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অমুসলিম নাগরিকদের নিয়ে মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫ মোঃ আবু সুফিয়ান মুক্তার।। গতকাল ১৭ মে, শনিবার জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সমসাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধরঞ্জী ইউনিয়ন শাখার উদ্যোগে অমুসলিম (মূলত হিন্দু) নাগরিকদের নিয়ে এক মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ধরঞ্জী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাজেদুর রহমান সরকার সাজুর সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় দেশের সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, সামাজিক নিরাপত্তা ও মর্যাদার পক্ষে কাজ করে এসেছে। আমরা বিশ্বাস করি—এই দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলে একটি শান্তিপূর্ণ, উন্নত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। কোনো নাগরিক যেন ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার না হন, জামায়াত সে লক্ষ্যে সর্বদা সোচ্চার রয়েছে। তিনি আরও বলেন, “রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের হাতিয়ার নয়, এটি একটি সেবার মাধ্যম। জনগণের সঙ্গে ভালোবাসা, সম্মান ও সহানুভূতির সম্পর্ক গড়ে তোলার মাধ্যমেই একটি মানবিক সমাজ গঠন সম্ভব। আজকের এই সম্প্রীতি সমাবেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার। এছারাও বক্তব্য রাখেন জয়পুরহাট হানাইল নো‘মানিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ মাজেদুল ইসলাম, উলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ মাহাবুব আলম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ খুরশিদ আলম,ইউনিয়ন পেশাজীবী বিভাগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান,ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ রবিউল ইসলাম প্রমুখ। হিন্দু সম্প্রদায়ের পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শ্রী সিমাল চন্দ্র ঘোষ ও সুজিদ চন্দ্র ঘোষ। তারা বলেন, আমরা এই প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ আয়োজনে অংশ নিতে পেরে অত্যন্ত আনন্দিত। এই ধরণের অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে, এটি প্রমাণ করে—বাংলাদেশে এখনও আন্তধর্মীয় সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে। তারা সাম্প্রদায়িক সম্প্রীতির ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। সমাবেশে বক্তারা সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও এই ধরনের বন্ধুত্বপূর্ণ কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। SHARES সারা বাংলা বিষয়: