বগুড়ার কাহালু মা ও শিশু সহায়তা কর্মসূচী বাস্তবায়নে উপজেলা কমিটির প্রশিক্ষণ সভা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫

মোঃ আবু সাঈদ।।

যত্নে রাখি শিশু ও মা,গড়ি আগামীর সম্ভাবনা এই প্রতিপাদ্য বিষয়কে অগ্রাধিকার দিয়ে। বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং সাপোটিং ইমপ্লিমেন্টেশন অফ মাদার এন্ড, চাইল্ড বিনিফিট প্রোগ্রাম (SIMCBP) শীর্ষক প্রকল্প, মহিলা ও শিশু বিষয়ক মন্রণালয়ের সহযোগিতায়। মা ও শিশু সহায়তা কর্ম সূচির,”বাস্তবায়নে নির্দেশিকা ২০২৪” বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ ১৭মে শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের সভা কক্ষে নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।প্রশিক্ষণ সভায় আলোচনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অঃদাঃ) ও কাহালু উপজেলা মহিলা বিষয়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছাঃ লায়লা পারভীন নাহার। এ সময় সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কার্যালয়ের প্রশিক্ষক কান্তা চক্রবর্তী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ইনাম আহম্মেদ, দুঁপচাচিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃখালেদা ইয়াসমিন,সহ প্রমূখ।উল্লেখ্য যে উপজেলা কমিটির প্রশিক্ষণ সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যালেন চেয়ারম্যান,সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যংক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত ছিলেন।