কয়রায় জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ ঝুঁকি হ্রাস শীর্ষক গোলটেবিল বৈঠক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫

 অরবিন্দ কুমার মণ্ডল।।
কয়রায় জলবায়ু পরিবর্তন,দূর্যোগ ঝুঁকি হ্রাস,অভ্যন্তরীন মাইগ্রেশন ও অভিবাসন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে সোমবার বেলা ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ ও ডিআরআর সিসিএ প্রকল্পের  আয়োজনে  উত্তর বেদকাশী কলেজিয়েট স্কুলের হল রুমে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রমে গোলটেবিল বৈঠক অনু্ষ্ঠিত হয়।
উত্তর বোদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথী থেকে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুন অর রশিদ,  উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ মোঃ সাইফুল্ল্যাহ, ইউপি সদস্য সরদার আবু হাসান, রেজাউল করিম কারিম, মুস্তাফিজুর রহমান, ইরানী খাতুন, মিতা রানী, শাহনাজ, কারিতাস বাংলাদেশের এ্যডভোকিসি কো-অর্ডিনেটর কাকলী হালদার, মাঠ কর্মকর্তা মিজানুর রহমান, সামজসেবক শেখ মাসুদুর রহমান প্রমুখ।
প্রধান অতিথীর বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছর বিভিন্ন দুর্যোগের মাত্রা বেড়েই চলেছে।আবার নদ-নদীতে পলি জমার কারণে উচ্চতা বৃদ্ধি পেয়ে নদী উপচে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হচ্ছে। ফলে মানুষ সহায়-সম্বলহীন হয়ে অভ্যন্তরীণ অভিবাসনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার ।
উক্ত গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। এসময় বক্তারা অভ্যন্তরীণ অভিবাসন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বৃক্ষরোপণ, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার হ্রাস, জৈব সার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।